কৃত্রিম বুদ্ধির প্রতি

- রমিতা রায় ঘোষ



এত যে রাতদিন শুনছি তেহাই,

    কৃত্রিম বুদ্ধি সে

দারুণ এ আই!

     সত্যি কি আছে তার 

সেই খাঁটি eye?

    করবে  সে যাহা দিয়ে শব্দ যাচাই!?


    কোনটা মুখের কথা,

কোনটা মনের?

কোন কথা লুকানো যে

  চোখের কোণে?!

শব্দের সিম্ফনি কবে হয় শেষ?

    কোন সে না বলা কথা

রেখে যায় রেশ?

   শব্দের ভিতরেতে কত ব্যঞ্জনা,

   আলোতে ছায়াতে আঁকে 

    কত আলপনা!


ভাষার সমুদ্রতে

    গভীরতা মাপ,

বড় বড় কবিদেরও

   ধরে যায় হাঁপ।

সেই সাগরের বুকে

   দিয়ে আজ পাড়ি 

মুক্ত আনবে তুলে

    এ আই আনাড়ি?!


এখনও হয়নি সে তো

    এতটাও পাকা

(তাই) ঝলমলে কবিতার

   ভেতরটা ফাঁকা।

যেকোনো বিষয় তুমি

    দিয়ো তারে অদ্য,

সুখ, দুখ, প্রেম, খুশি....

লিখে দেবে পদ্য।


   কিন্তু সে কবিতায়

নেই কোনো প্রাণ,

নেই কোনো খুশিয়াল

 স্বরে গাওয়া গান। 

নেই সে ঝিলিক হাসি

    চোখের সে চাওয়া 

মানুষ কবির তাই

   এই জিতে যাওয়া।

Comments