সরস্বতী; আবৃত্তি
সরস্বতী - অনির্বাণ ঘোষ
আবৃত্তি - ঈপ্সিতা দাস
রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিদিন দেখতে পাই, কত সরস্বতী অবহেলায় পড়ে আছে... কারুর গায়ে ঠিকঠাক কাপড় থাকলে, দু বেলা দু মুঠো খাওয়ার জোগাড় নেই... কারুর কাছে আবার অন্ন থাকলে, মাথার উপরের ছাদটাই নেই। পেট চালাতে, এই কিশোরী সরস্বতীরা মাঠে মাঠে কাজ করে বা কাগজ কুড়ায় বা রাস্তা পরিষ্কার করে। পড়াশোনা তো দূরের কথা, বই কেনারই অর্থ থাকে না... অর্থ থাকলেও সেই স্বপ্ন চুরমার হয়ে যায় পারিবারিক সমস্যায়। এ তো গেল অবহেলায় লাঞ্ছিত সরস্বতীর কথা, কিন্তু এরই ঠিক উল্টো দিকে থাকে, ৩৮ ঘণ্টা হাসপাতালে কাজ করা সেই সরস্বতী, যার বাঁচার অধিকারী কেড়ে নিলো কিছু নরপশু...সেই সরস্বতী যাকে নৃশংসের মতো খুন করা হলো... এই তালিকাতেই আছে সেই ৮ বছরের বালিকা সরস্বতী, সাধাসিধে ছোট্ট মেয়েটা, যাকে মেরে ফেললো এই দানবরাই। প্রত্যেক সরস্বতীকেই জীবনের কোনো না কোনো সময় শাসিত হতে হয়, পীড়িত হতে হয়, এই নোংরা পৃথিবীর, নোংরা মানুষদের হাতে.. সরস্বতী কি সত্যিই আর মুখ তুলে বাঁচতে পারবে? সত্যিই কি পারবে, ফিরে আসতে?
- ঈপ্সিতা দাস, নবম শ্রেণী
Comments
Post a Comment